Site icon Jamuna Television

ভারতফেরত ১০ করোনা রোগী হাসপাতাল থেকে লাপাত্তা

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে গেছেন ভারতফেরত দশ করোনা রোগী। শনিবার সকাল থেকে রোববার দুপুরের মধ্যে তারা পালিয়েছেন।

অভিযোগ উঠেছে, হাসপাতালের নার্স ও কর্মচারীদের অবহেলার কারণে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। অবশ্য হাসপাতালের তত্ত্বাবধায়ক রোগী পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্তরা বলেন, গত শনিবার সকাল দশটা ৫৭ মিনিটে ভারতফেরত কিছু রোগীকে ভর্তি করা হয়। এরপর রোববারও রোগী আসে। সবমিলিয়ে দুইদিনে দশজন করোনা রোগী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সবাইকে হাসপাতালের তৃতীয় তলায় করোনা ওয়ার্ডে পাঠানো হয়।

হাসপাতালের ভর্তি রেজিস্টার মতে, ভর্তি রোগীরা হলেন- যশোর শহরের বিমান অফিস মোড়ের আবুল কাসেমের স্ত্রী ফাতেমা বেগম (৫৭), খালধার রোডের বিশ্বনাথের স্ত্রী মালা দত্ত (৫০), সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (১৯), একই গ্রামের একরামের স্ত্রী রোমা (৩০), প্রতাপকাঠি গ্রামের জালাল উদ্দিনের ছেলে মমিন, রামকান্তপুর গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী নাসিমা বেগম (৫০), বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের ফজর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫), ঝিনাইদহ জেলার কালীগঞ্জের জনৈক রমনোতোষের স্ত্রী শেফালি রানি, খুলনা জেলার পাইকগাছা উপজেলার রামরাইল গ্রামের আহম্মদ সানার ছেলে আমিরুল সানা ও একই জেলার রূপসা এলাকার শের আলীর ছেলে সোহেল (১৭)।

জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপকুমার রায় রোগী পালিয়ে যাবার কথা স্বীকার করে বলেন, ১০ জন রোগী পালিয়েছেন।

ইউএইচ/

Exit mobile version