Site icon Jamuna Television

ভাইরাল ভিডিও’র অষ্টাদশী কে?

ভার্চুয়াল দুনিয়ায় মাঝেমাঝেই জনপ্রিয়তা পেয়ে যান অনেক লাস্যময়ী। এবার দক্ষিণ ভারতের প্রিয়া প্রকাশ বারিয়ারের একটি আবেদনময়ী ছবি ভাইরাল হয়ে গেছে। ছবিতে প্রিয়া এক চোখ বন্ধ করে নীরব অভিব্যক্তিতে প্রকাশ করেছেন কাছে আসার আকুলতা। ভালোবাসা দিবসের মাত্র ২ দিন আগে এই ছবিটির সাথে তার ২ মিনিটের একটি ভিডিও অনেকের মন কেড়ে নিয়েছে। প্রিয়জনকে মনের কথা বলতে দৃষ্টি আদান-প্রদানের এই ভিডিও’র আশ্রয় নিচ্ছেন প্রেম-প্রত্যাশীরা।

প্রিয়া প্রকাশ বারিয়ার নামের অষ্টাদশী এই তরুণী একজন মডেল-অভিনেত্রী। অল্প কয়েকদিনের মধ্যেই মালায়লাম ছবি ‘অরু আদার লাভার’-এর হাত ধরে রুপালি পর্দায় পা রাখতে চলেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন ওমর লুলু। সম্প্রতি ছবির একটি গানের ভিডিও মুক্তি পায়। মাত্র ২ মিনিটের এই ভিডিওতেই বাজিমাত করেছেন প্রিয়া!

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ায় ইন্সটাগ্রাম ও টুইটারে প্রিয়ার ফলোয়ার বাড়ছে জ্যামিতিক হারে। তিনি ইতিমধ্যেই দক্ষিণ ভারতে বহু ফ্যাশন শো করেছেন। ত্রিশূরের বিমলা কলেজের বি.কম ফার্স্ট ইয়ারের এই ছাত্রী এর মধ্যেই পেয়ে গেছেন আরেকটি ছবির অফার।

https://www.youtube.com/watch?v=K1rdjS8TVpY

যমুনা অনলাইন: এনপি/টিএফ

Exit mobile version