Site icon Jamuna Television

সাকিবের জায়গায় দুর্দান্ত নারাইন; জয়ের লক্ষ্যে ব্যাট করছে কলকাতা

আইপিএলে আজও মাঠে নামা হয়নি সাকিবের। তার জায়গায় সুনীল নারাইন খেলেছেন সেরা একাদশে। চার ওভার বল করে নিয়েছেন ২ উইকেটও। দিয়েছেন ২২ রান।

সন্ধ্যায় টস হেরে ফিল্ডিং করতে নেমে প্রতিপক্ষ পাঞ্জাব কিংসকে আটকে রেখেছে ১২৩ রানে। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে এই রান সংগ্রহ করে পাঞ্জাব। কলকাতার হয়ে কৃষ্ণা নিয়েছে দুই উইকেট। আর পেট কামিন্স নিয়েছেন দুটি। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন জর্ডান।

জবাবে, ১২৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে কলকাতা। নিজেদের পাঁচ ম্যাচে মাত্র এক ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে শাহরুখের দল।

Exit mobile version