Site icon Jamuna Television

২৪৫ টাকায় গুগলের ডোমেইন কিনেছিলেন যুবক!

গুগল আর্জেন্টিনার ডোমেইন নাম (google.com.ar) কিনেছিলেন এক ওয়েব ডিজাইনার। ঘটনাটি গত বুধবারের। নিকোলাস কুরোনিয়া নামের ওই ওয়েব ডিজাইনার স্বাভাবিক প্রক্রিয়ায় ডোমেইন নেমটি কেনেন। কাজটি যে এত সহজে হয়ে যাবে, তা তিনি কল্পনাও করেননি বলে জানিয়েছেন।

গুগল আর্জেন্টিনাও নিশ্চিত করেছে, ক্ষণিকের জন্য ডোমেইনটি তাদের হাতছাড়া হয়। তবে এখন সেটির নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে তারা। অনেকে মনে করছেন, গুগল হয়তো ডোমেইন নেমটি নবায়ন করতে ভুলে গিয়েছিল। তবে গুগলের পক্ষ থেকে জানানো হয়, আগামী জুলাইয়ের আগে ডোমেইনের মেয়াদ পেরিয়ে যাওয়ার কথা নয়। আর তাই গোটা ব্যাপারটি এখনো পরিষ্কার নয়।

ডোমেইন নাম হাতছাড়া হওয়ার ঘটনাটি ক্ষতিয়ে দেখবে বলে জানিয়েছে গুগল। তবে ক্ষণিকের জন্য হলেও ‘গুগল আর্জেন্টিনা’র নিয়ন্ত্রণ ৩০ বছর বয়সী এক ওয়েব ডিজাইনারের হাতে খুইয়েছিল গুগল।

Exit mobile version