Site icon Jamuna Television

সাভারে প্রতিবন্ধী কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

সকালে সাভারের ধামসোনা ইউনিয়নের প্রতিবন্ধি নূর মোহাম্মদের দুই বিঘা জমির পাকা ধান নেতাকর্মীদের নিয়ে কেটে দেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

পরে তারা মাঠ থেকে ধান তুলে কৃষকের বাড়ি নিয়ে মাড়াই করে দিয়ে আসে। এমন আয়োজনে স্থানীয়দের মাঝে দেখা দেয় বাড়তি আগ্রহ। একনজর দেখতে ওই গ্রামটিতে ছুটে আসে নানা পেশার মানুষ। অসহায় মানুষের পাশে ছাত্রলীগকে দেখে প্রশংসাও করেন তারা।

এসময় আল নাহিয়ান খান জয় বলেন, যেখানেই শ্রমিক সংকট হবে সেখানেই ছাত্রলীগ কৃষকদের সহয়তা করবে। দেশের যে কোন সংকটে যেমন ছাত্রলীগ ভূমিকা রেখেছে তেমনি সামনের দিন গুলোতেও মূল ভূমিকা রাখবে।

এসময় ছাত্রলীগ জেলা উওরের সভাপতি সাইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version