Site icon Jamuna Television

জয়ে ফিরেছে কলকাতা; শূন্য রানে আউট হয়েছেন সুনীল নারাইন

বল হাতে পেয়েছেন ২ উইকেট। ব্যাট হাতে মেরেছেন শূন্য, তারপরও ১২৪ রানের টার্গেট ছুতে কষ্ট হয়নি কলকাতার। ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্ধরে পৌঁছে যায় কলকাতা। নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয় দিয়েই আইপিএলের মিশন শুরু করেছিলো কলকাতা।

কিন্তু পরের চার ম্যাচে টানা হেরেছিলো মুম্বাই ইন্ডিয়ান্স, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়েলসের বিপক্ষে। এ ম্যাচে দলের জয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন প্রসিদ্ধ কৃষ্ণ, সুনীল নারাইন ও প্যাট কামিন্স।

১২৪ রানের স্কোর তাড়া করতে নেমে ব্যাট হাতে দলের জয়ে বড় অবদান রাখেন রাহুল ও ইয়োন মরগান। মরগন অপরাজিত ছিলেন ৪৮ রানে। আর ৪১ রানে আউট হন রাহুল। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের ছয়য়ে উঠে এসেছে কলকাতা।

এর আগের তিন ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স না করায় দল থেকে বাদ পড়েন সাকিব। চতুর্থ ম্যাচ থেকে সাকিবের জায়গায় খেলছেন ক্যারিবীয় তারকা সুনীল নারাইন।

Exit mobile version