Site icon Jamuna Television

করোনা ভাইরাসের টিকা নেওয়ার প্রয়োজনীয়তা জানালেন সাকিব

আইপিএল নিয়ে এখন ব্যাস্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তারপরও ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে জনসচেতনতা মূলক কার্যক্রমে চালিয়ে যাচ্ছেন সেখানে বসেই। বলছেন সপরিবারে রোগমুক্ত থাকতে সবাইকে ভ্যাকসিন গ্রহণ করতে। নিজের ফেসবুক পেইজের মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে জানিয়েছেন করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণের প্রয়োজনীয়তার কথা।

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া এক বার্তায় সাকিব বলেন, ‘টিকা আমাকে, আমার সন্তানদের, আমার আপনজনদের এবং আমার দেশকে মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করেছে। যখন আপনার সময় আসবে, তখন করোনা ভাইরাস থেকেও টিকা আপনাকে নিরাপদ রাখবে।

Exit mobile version