Site icon Jamuna Television

করোনায় অতিমুনাফালোভীদের কবলে ভারতের স্বাস্থ্যখাত

মহাসংকটেও ভারতে থেমে নেই অসাধু ব্যবসায়ীদের তৎপরতা। তিনগুণ দামে বিক্রি হচ্ছে অক্সিজেন আর ৬-৭ গুণ বেশি দামে রিমডিসিভি’র ট্যাবলেট। নকল চিকিৎসা সরঞ্জাম আর বাড়তি দাম বাড়াচ্ছে ভোগান্তি। এরই মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারতের একেকটি হাসপাতাল।

করোনার প্রকোপে প্রতি ঘন্টায় ১২ জনের প্রাণহানি ঘটছে দিল্লিতে। হাসপাতালগুলোতে বেড, অক্সিজেন ও ঔষধ নেই। ফলে দীর্ঘ হচ্ছে স্বজনদের উদ্বেগ-উৎকণ্ঠা।

হাসপাতালগুলোর অবস্থা যখন এমন নাজুক তখন পোয়াবারো দেশটির অসাধু ব্যবসায়ীদের। কালোবাজারে ৩ থেকে ৫ গুণ দামে মিলছে অক্সিজেন সিলিন্ডার। একই চিত্র রেমডিসিভিরের মতো ঔষধের। ৩ থেকে ৪ হাজার রুপির ঔষধ বিক্রি হচ্ছে ১৭ থেকে ২০ হাজার রুপিতে।

এতো মৃত্যুর মধ্যেও কালোবাজারি আর অব্যবস্থাপনায় স্পষ্টতই ভেঙে পড়েছে ভারতের স্বাস্থ্য খাত। যদিও মোদি প্রশাসন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে দ্রুতই।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অক্সিজেনের চালান পৌঁছানো শুরু করেছে ভারতে। কড়া নিরাপত্তায় সেগুলো পাঠানো হচ্ছে বিভিন্ন স্থানে।

Exit mobile version