Site icon Jamuna Television

টানা এক সপ্তাহ ধরে দু’হাজারের ওপর মৃত্যু ভারতে

টানা এক সপ্তাহের মতো দিনে দু’হাজারের ওপর মৃত্যু আর তিন লাখের বেশি করোনার সংক্রমণ শনাক্ত দেখলো ভারত।

২৪ ঘণ্টায় দেশটিতে দু’হাজার ৭৬৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস যা দিনের হিসাবে বিশ্বে সর্বোচ্চ। তিন লাখ ১৯ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে এ ভাইরাস।

প্রতি ঘণ্টায় ১২ জনের বেশি মানুষের মৃত্যু দেখছে রাজধানী নয়াদিল্লি। প্রশাসন এবং পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, কমে আসছে কবরের জায়গা; অস্থায়ী শ্মশান খুলেও শবদাহ করতে হিমশিম খেতে হচ্ছে।

অবশ্য দৈনিক মৃত্যু-সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। গতকাল সোমবারও রাজ্যটিতে ৫২৪ জন মারা গেছেন; করোনা শনাক্ত হয়েছে প্রায় অর্ধলক্ষ। মধ্যপ্রদেশে-বিহার-গুজরাট-তামিলনাড়ুসহ আটটি রাজ্যে সংক্রমণ শনাক্ত ২০ হাজারের মতো।

ভারতে মোট প্রাণহানি প্রায় এক লাখ ৯৮ হাজার। মোট সংক্রমিত পৌনে দুই কোটি।

Exit mobile version