Site icon Jamuna Television

অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু ইউরোপীয় কমিশনের

করোনাভাইরাসের টিকা সরবরাহের প্রতিশ্রুত লক্ষ্যমাত্রা পূরণ না করায় ব্রিটিশ-সুইডিশ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া শুরু করেছে ইউরোপীয় কমিশন।

অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে অভিযোগ ভ্যাকসিন বিষয়ক চুক্তির শর্ত লঙ্ঘন করেছে তারা। বারবার তাগাদা দেয়ার পরও সময়মতো টিকা সরবরাহে উদ্যোগ নেয়নি প্রতিষ্ঠানটি। মামলার নিষ্পত্তি হওয়ার কথা বেলজিয়াম আদালতে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আদালতে আত্মপক্ষ সমর্থনে লড়াইয়ের কথা জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। তাদের বক্তব্য কমিশনের সাথে ভ্যাকসিন বিষয়ক অগ্রিম চুক্তি পুরোপুরিই মানা হয়েছে। তাই মামলার কোনো ভিত্তি নেই। বিরোধ দ্রুত মিটিয়ে ফেলতে সচেষ্ট তারা।

চলতি বছরের জুনের মধ্যে ইইউকে ৩০ কোটি ডোজ ভ্যাকসিন দেয়ার কথা অ্যাস্ট্রাজেনেকার। কিন্তু জানুয়ারি থেকেই তারা উৎপাদন ও সরবরাহ কমিয়ে দেয়।

Exit mobile version