Site icon Jamuna Television

পাকিস্তানে করোনা মোকাবেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী

পাকিস্তানে করোনা মোকাবেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী

করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে পাকিস্তানের ১৬টি শহরে কাজ শুরু করলো সেনাবাহিনী। সোমবার সামরিক বাহিনীর মুখপাত্র বাবর ইফতেখার নিশ্চিত করেন বিষয়টি।

অবশ্য ঠিক কতোদিনের জন্য এ সেনা মোতায়েন থাকবে- সেটি অস্পষ্ট। সন্ধ্যা ৬টার পর দোকানপাট, শপিং মল এবং রাস্তাঘাটে মানুষের চলাচল বন্ধে তারা কাজ করবে। এছাড়া অফিস-আদালত এবং ব্যবসা প্রতিষ্ঠানে মাস্ক পরিধান নিশ্চিত করবেন সেনারা।

করোনার দ্বিতীয় ধাক্কায়, প্রতিবেশি ভারতের বেহাল দশা দেখেই প্রধানমন্ত্রী ইমরান খান কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেন। জানান- নতুবা লকডাউনের পথে হাটতে হবে পাকিস্তানকে। যা, অর্থনৈতিক মন্দার এ সময়ে অসম্ভব।

দেশটির হাসপাতালগুলোয় এরইমাঝে ৯০ ভাগ ভেন্টিলেটর করোনা আক্রান্ত রোগীদের দখলে। করোনায় পাকিস্তানে ১৭ হাজারের বেশি মানুষ মারা গেছে; সংক্রমণ ছাড়িয়েছে ৮ লাখ।

Exit mobile version