Site icon Jamuna Television

আগামী বৃহস্পতিবার থেকে লকডাউনে যাচ্ছে তুরস্ক

আগামী বৃহস্পতিবার লকডাউনে যাচ্ছে তুরস্ক

মহামারির বিস্তাররোধে সর্বাত্মক লকডাউনে যাচ্ছে তুরস্ক। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ১৭ মে পর্যন্ত বহাল থাকবে এ কড়াকড়ি।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ঘোষণায় বলেন, নিকট ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি এড়াতেই কঠোর পদক্ষেপ নিলো সরকার।

মন্ত্রিসভার বৈঠকে তিনি আরও জানান, কঠোরভাবে মানতে হবে ‘স্টে অ্যাট হোম’ বিধিমালা। বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান। অনলাইনে চলবে পাঠদান কর্মসূচি। গণপরিবহন ব্যবহারেও শক্ত পদক্ষেপ নেবে প্রশাসন। অন্যান্য শহরে ভ্রমণের ব্যাপারে দেখাতে হবে যৌক্তিক কারণ।

এদিকে তুরস্কে হঠাৎ-ই বেড়েছে করোনাভাইরাসের প্রকোপ। প্রাণহানি ৩৯ হাজারের কাছাকাছি। মোট সংক্রমিত ৪৭ লাখের মতো।

Exit mobile version