Site icon Jamuna Television

গাইবান্ধায় বাস চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধায় বাস চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার সদরে কোব্বাস আলী নামে এক বাস চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় সদরের খোলাহাটি ইউনিয়নের রথেরবাজার গ্রামর বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেড় বছর আগে কোব্বাস আলী দাদন ব্যবসায়ী সোনা মিয়ার কাছ থেকে সুদে ত্রিশ হাজার টাকা নেন। পরে সুদে-আসলে ওই টাকা দাঁড়ায় ১ লাখ ২০ হাজারে। সুদের টাকা দিতে না পারায়, জোর করে ভিটেমাটি লিখে নেয় দাদন ব্যবসায়ী। শনিবার টাকার জন্য কোব্বাস আলীকে মারধরও করা হয়। দাদন ব্যবসায়ীর চাপেই কোব্বাস আলী আত্মহত্যা করেছেন বলে জানায় পরিবার।

এর আগে, সুদের টাকা দিতে না পারায় গেল ১০ এপ্রিল জুতা ব্যবসায়ী হাসান আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

Exit mobile version