Site icon Jamuna Television

দুর্নীতি দমনে ২২ বিদেশির ওপর নিষেধাজ্ঞা ব্রিটেনের

দুর্নীতি দমনে ২২ বিদেশির ওপর নিষেধাজ্ঞা ব্রিটেনের

দুর্নীতি দমনে ২২ বিদেশির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো ব্রিটেন। সোমবার পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জানান এ তথ্য।

বলেন এ তালিকার ১৪ জনই রাশিয়ার নাগরিক। যাদেরমধ্যে সের্গেই ম্যাগনিটোস্কি কারাগারে বন্দি অবস্থায় মারা গেছে। এছাড়া সাউথ আফ্রিকায় জালিয়াতির সাথে জড়িত ভারতীং বংশোদ্ভুত তিন ভাই অজয়, অতুল ও রাজেশ গুপ্তাও রয়েছে এ তালিকায়। দক্ষিণ সুদানের এক ব্যবসায়ী এবং লাতিন আমেরিকার তিনটি দেশে দুর্নীতির সাথে জড়িতদের ওপরও জারি করা হলো ভ্রমণ নিষেধাজ্ঞা। একইসাথে তাদের অর্থ-সম্পদ জব্দ করা হয়েছে।

ব্রিটেনে চালু হওয়া নতুন দুর্নীতি দমন আইনের আওতায় নেয়া হলো কঠোর পদক্ষেপ। বিভিন্ন দেশে দুর্নীতির মাধ্যমে উপার্জিত কালো টাকা ব্রিটিশ অর্থনীতিতে বিনিয়োগের মাধ্যমে সাদা করেন- ধনকুবেররা।

Exit mobile version