Site icon Jamuna Television

গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধার

গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধার

২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ফাইল ছবি

গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ পড়ুয়া তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

সোমবার সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। তরুণীর পরিবার কুমিল্লায় থাকে। গুলশানের ফ্ল্যাটে তিনি একাই থাকতেন।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, রোববার বড় বোনকে ফোন করে ঝামেলায় পড়ার কথা জানান ভুক্তভোগী। সোমবারই কুমিল্লা থেকে ঢাকা আসেন বড় বোন। সন্ধ্যা নাগাদ ঐ ফ্ল্যাটে গিয়ে দরজা ধাক্কাধাক্কি করেও কোন সাড়া পাননি তিনি। ফোনও ছিলো বন্ধ। পরে লক ভেঙে ঘরে ঢুকে বোনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন। খবর দেন পুলিশ ও বাড়িওয়ালাকে।

পরে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ এবং ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করেছে। তরুণীর বড় বোন বাদী হয়ে গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচণার মামলা দায়ের করেছেন।

Exit mobile version