Site icon Jamuna Television

রাশিয়ার ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ বাংলাদেশে জরুরি ব্যবহারের সুপারিশ

রাশিয়ার ভ্যাকসিন 'স্পুটনিক ফাইভ' বাংলাদেশে জরুরি ব্যবহারের সুপারিশ

রাশিয়ার ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করেছে জাতীয় বিশেষজ্ঞ কমিটি। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার সকালে মহাখালীতে ভ্যাকসিনসহ করোনা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং-এ একথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত থেকে ভ্যাকসিন পাওয়ার অনিশ্চয়তায় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, অক্সিজেন নিয়ে উদ্বেগের কিছু নেই। ছোট ছোট অক্সিজেন প্লান্ট বসানোর পরিকল্পনা করছে সরকার। তবে করোনা রোগী কয়েকগুণ বেড়ে গেলে অক্সিজেন সংকট দেখা দিতে পারে। এজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, টিকার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুরোধ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে।

Exit mobile version