Site icon Jamuna Television

আজও পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকামুখী মানুষের চাপ

আজও পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকামুখী মানুষের চাপ

আজও ঢাকামুখী মানুষের চাপ মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে।

মঙ্গলবার সকাল থেকে ফেরিতে পারাপার হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ। প্রতিটি ফেরিতেই গাদাগাদি করে যাত্রী পারাপার হচ্ছে। বেশিরভাগ যাত্রীর মুখেই নেই মাস্ক।

এদিকে গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন ছোট যানবাহনে করে ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যে রওনা হচ্ছে যাত্রীরা। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে ৬টি ফেরি দিয়ে পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন। অন্যদিকে খুব একটা যাত্রী চাপ নেই বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে।

Exit mobile version