Site icon Jamuna Television

মুশফিকের সাথে ফাইট চলছে শরীফুলের

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য শরীফুল ইসলাম। ৬ ফিট ৩ ইঞ্চি হাইটের এই পেসার বেশ কিছুদিন হলোই রয়েছেন জাতীয় দলের সাথে। টি-টোয়েন্টিতে অভিষেক হলেও ক্রিকেটের বড় ফরম্যাট টেস্টে এখনও অভিষেক হয়নি তার। তবে খুব দ্রুতই হয়তো বল হাতে মাঠে দেখা যাবে তাকে।

টাইগারদের জুনরিয়র পেসার শরিফুলের সবচাইতে পছন্দের ব্যাটারের নাম মুশফিকুর রহিম। কিন্তু কোন সময়ই মুশফিককে সে আউট করতে পারেনি এটাই হচ্ছে তার বড় কষ্ট। শরীফুল বলেন, বাংলাদেশ দলে মুশফিক ভাই আর তামিম ভাই আমরা সবচাইতে পছন্দের ব্যাটার। তাদের সাথে নেটে আমার খুব ভালো যুদ্ধ হয়। ভাবতেই অবাক লাগে এক সময় তাদের খেলা আমি টিভিতে দেখতাম এখন তাদের সাথেই ফাইট করি নেটে। তবে মুশফিক ভাইকে নেটের যুদ্ধেও আমি কখনো আউট করতে পারিনি।

তিনি বলেন, জানি না দ্বিতীয় টেস্টে মুল একাদশে জায়গা হবে কি না, তবে সুযোগ আসলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। দলের জন্য কিছু করতে চাই বল হাতে। শরীফুলও অপেক্ষায় রয়েছে নিজের সামর্থের প্রমাণ দিতে।

Exit mobile version