Site icon Jamuna Television

মামুনুল হকের দু’টি অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি টাকা লেনদেন

হেফাজতের অর্থের যোগানদাতা হিসেবে ৩১৩ জনকে চিহ্নিত করা হয়েছে। মামুনুল হকের দু’টি ব্যাংক একাউন্টে পাওয়া গেছে ৬ কোটি ৪৭ লাখ টাকা লেনদেনের তথ্য।

মঙ্গলবার দুপুরে ডিএমপির সদর দফতরে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, হেফাজতের সাম্প্রতিক তাণ্ডব এবং ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় হওয়া মামলায় একের পর এক গ্রেফতার হচ্ছে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে তারা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন।

তিনি জানান, হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির আমির বাবুনগরীর ছেলের বিয়েতে মামুনুল হক, জুনায়েদ আল হাবিবসহ কয়েক নেতার বৈঠক হয়। সেখানে আল্লামা শফিকে সরিয়ে দিয়ে বাবুনগরীর আমির হওয়ার পরিকল্পনা হয়।

Exit mobile version