Site icon Jamuna Television

টেকনাফ উপকূলে ৩০ মালয়েশিয়াগামী রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপকূলে ৩০ মালয়শিয়াগামী রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে মেরিন ড্রাইভ সংলগ্ন টেকনাফের বড়ডেইল সৈকত থেকে কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করে।

এসময় রোহিঙ্গাদের বহনকারী ট্রলারটি জব্দ করা হয়। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ২০ জন নারী, ৫জন পুরুষ ও ৫জন শিশু রয়েছে। তারা সবাই টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মীর ইমরান উর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত রোববার (২৫ এপ্রিল) বড়ডেইল মৎস্যঘাট থেকে তারা সাগর পথে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রাকালে বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পরে ট্রলারটি। এসময় তাদের মালপত্র লুট করে ইঞ্জিন বিনষ্ট করে দেয় ডাকাতরা। পরে তারা কূলে ভেসে আসে। উদ্ধার রোহিঙ্গাদের শরণার্থীই ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের সাথে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, করোনা স্বাস্থ্যবিধি মেনে এবং যাচাই বাছাই করে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version