Site icon Jamuna Television

রাঙ্গামাটিতে ছাত্রলীগের হরতাল চলছে

ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় বের হওয়া মিছিলে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।

সকাল থেকে শহরে কোন ধরণের যান চলাচল করছে না। শহরের তবলছড়ি, বনরূপা এবং রিজার্ভবাজার এলাকায় বন্ধ বেশিরভাগ দোকানপাট। রাস্তাঘাটেও অন্যান্য দিনের তুলনায় লোকসমাগম কম। হরতালে ছাড়েনি দূরপাল্লার পরিবহনও। শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন আছে বিপুল সংখ্যক পুলিশ। তবে হরতালের আওতামুক্ত এসএসসি পরীক্ষার্থীরা। জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সুপায়ন চাকমার ওপর হামলার ঘটনায় বের হওয়া মিছিলে গতকাল লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ ও কোতোয়ালী থানার ওসির অপসারণ দাবিতে হরতাল পালন করছে ছাত্রলীগ।

Exit mobile version