Site icon Jamuna Television

অজি প্রধানমন্ত্রীর সাফ কথা, আইপিএলে খেলা ক্রিকেটারদের ফেরার দায়িত্ব নেবেন না

যতই দিন যাচ্ছে ততই করোনায় মৃত্যু বাড়ছে ভারতে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্তের হারও। তবে এর মধ্যেই চলছে আইপিএল। এমন অবস্থায় আইপিএলে খেলতে যাওয়া ক্রিকেটাররা বাধ্য হয়েই ফিরে যাচ্ছেন দেশে। এর মধ্যেই করোনার ভয়ে বেশি কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা দেশে ফিরে গেছেন। অ্যান্ড্রা টাই, অ্যাডাম জাম্পা ও কেইন রিচার্ডসনরা বাদে আরও ১৪ জন ক্রিকেটার আইপিএল খেলতে ভারতে আছেন।

মুম্বাই ইন্ডিয়ান্সের অজি ক্রিকেটার ক্রিস লিন ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে দাবি জানিয়েছেন তাদের যেন আইপিএল শেষে চার্টার্ড বিমানে করে দেশে ফিরিয়ে নেয়া হয়। তার এমন দাবির পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, খেলোয়াড়দের দেশে ফেরার ব্যবস্থা নিজেদেরই করতে হবে। সেভেন নিউজকে মরিসন বলেছেন, ক্রিকেটাররা ভারত গিয়েছে ব্যক্তিগত উদ্যোগে। এটা অস্ট্রেলিয়া দলের সফরের অংশ ছিল না।

অস্ট্রেলিয়া সরকার আগামী ১৫ মে পর্যন্ত ভারত থেকে কোনো ফ্লাইট আসা-যাওয়া নিষিদ্ধ করেছে। সরকারের এমন সিদ্ধান্তে বিপদে পড়েছেন স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নাররা।

Exit mobile version