Site icon Jamuna Television

হাসপাতালে ভর্তি হতে পারেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি।

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে পারেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরে জানা যাবে তিনি হাসপাতালে ভর্তি হবেন কিনা। সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার জন্য এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা তার সাথে আছেন। এর আগে খালেদা জিয়ার বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ জানান, পরীক্ষাগুলো শেষ হওয়ার পর রাতেই গুলশানের বাসায় ফিরে আসবেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘খালেদা জিয়া করোনা পজেটিভ হলেও তার কোনো উপসর্গ নেই। তার অবস্থা স্থিতিশীল ও তিনি ভালো আছেন।

তার যাওয়া-আসার পথে নিরাপত্তার জন্য ডিএমপি কমিশনার বরাবরে একটি চিঠি দেওয়া হয়েছে। খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদ জিয়াকে মঙ্গলবার রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

চিঠিতে হাসপাতালে আসা-যাওয়ার সময় প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার অনুরোধ করা হয়। ওই চিঠির কপি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) দেওয়া হয়।

এর আগে গত ১৫ এপ্রিল সিটি স্ক্যান করার জন্য করোনা আক্রান্ত খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই দিন রাত সাড়ে ৯টায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে রাত পৌনে ১১টার দিকে তাকে গুলশানের বাসায় নিয়ে আসা হয়।

Exit mobile version