Site icon Jamuna Television

পদার্থবিজ্ঞান পরীক্ষারও প্রশ্নফাঁস!

চট্টগ্রামের বেশ কয়েকটি কেন্দ্রে এসএসসি’র পদার্থ বিজ্ঞানের প্রশ্নফাঁসের অভিযোগ পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে সাতটি মোবাইল ফোন ও ট্যাব।

পুলিশ জানায়, চট্টগ্রামে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থী পদার্থ বিজ্ঞানের প্রশ্নের সমাধান করছিল। খবর পেয়ে ভাম্যমাণ আদালত অভিযান চালায়। আটক করে ৮ জনকে। এছাড়া ফটিকছড়ির একটি কেন্দ্র থেকে ৫ জন এবং পুলিশ লাইন্স কেন্দ্র থেকে আরও এক শিক্ষার্থীকে প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক করা হয়। সবাই পরীক্ষার্থী হওয়ায় তাদের পরীক্ষায় অংশ নিতে দেয়া হচ্ছে। পরীক্ষা শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Exit mobile version