Site icon Jamuna Television

সোনালী ব্যাংকে ২২০১ জনের নিয়োগে বাধা নেই

সোনালী ব্যাংকে সিনিয়র অফিসারসহ তিনটি পদে ২ হাজার ২০১ জনের নিয়োগে বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা পৃথক পাঁচটি লিভ টু আপিল খারিজ করে দেওয়া হয়েছে।

দুপুরে, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। ২০১৬ সালে নিয়োগের জন্য তিনটি বিজ্ঞপ্তি দেয় সোনালী ব্যাংক। ওই নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ৪৭৪ চাকরিপ্রত্যাশী। তারা ২০১৪ সালে ১ হাজার ৭০৭টি পদে নিয়োগের আবেদনকারী। রিটকারীরা ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগের আরজি জানান। রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ২৭ জুলাই হাইকোর্ট রিট আবেদন খারিজ করে রায় দেন। এরপর রায়ের বিরুদ্ধে চাকরিপ্রত্যাশীরা পৃথক পাঁচটি লিভ টু আপিল করেন।

Exit mobile version