Site icon Jamuna Television

জয়পুরহাটে ‘লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার’ উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সেমাই চিনি বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে শহরের প্রফেসর পাড়ার লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে প্রতিবন্ধীদের হাতে এসব সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুঞা।

এ সময় লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি জাকারিয়া মন্ডল শিমুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক তিতাস মোস্তাফা ও পৌর কাউন্সিলর পাপিয়া।

অনুষ্ঠানে চারজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও দুই শ’ পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়।

ইউএইচ/

Exit mobile version