Site icon Jamuna Television

পিএসএলের মাঝপথে দল পেলেন সাকিব-রিয়াদ-লিটন

পাকিস্তান সুপার লিগ-পিএসএলের মধ্যবর্তী দলবদলে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস।

করোনা মহামারির কারণে গত ৪ মার্চ ২০ ম্যাচ বাকি রেখে স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগ। আগামী ১ জুন আবার শুরু হবে আসরটি। মঙ্গলবার ভার্চুয়াল ড্রাফটে নাম ওঠে ১৩৪ বিদেশি ক্রিকেটারের। যার মধ্যে ৭ জন ছিলেন বাংলাদেশি। যেখানে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিবকে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স।

এর আগে, পেশোয়ার ও করাচির হয়ে খেলেছিলেন সাকিব। মাহমুদুল্লাহকে টানা দ্বিতীয় আসর দলে নিয়েছে মুলতান সুলতানস। এরআগে, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়েও খেলেছিলেন রিয়াদ। সিলভার ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন লিটন দাস। করাচি কিংসের হয়ে প্রথমবারের মতো পিএসএল খেলবেন লিটন।

Exit mobile version