Site icon Jamuna Television

বিএনপি ভেঙ্গে যাক আওয়ামী লীগ তা চায় না: ওবায়দুল কাদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়া বা না দেয়া সম্পূর্ণ আদালতের বিষয় এবিষয়ে আওয়ামী লীগের কোন হাত নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া তিনি আরও বলেন আওয়ামী লীগ চায় না বিএনপি ভেঙ্গে যাক।

দুপুরে রাজধানীতে বিআরটিসির অভিযানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ চায় বিএনপি নির্বাচন আসুক। তবে খালেদা জিয়ার কারাবাস কতদিনের হবে তা নির্ভর করবে আদালতের ওপর। এব্যাপারে সরকার কোন ধরনের হস্তক্ষেপ করবে না। বিএনপির দল ভাঙার জন্য তারেক রহমানই যথেষ্ট উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকে, জনগণ তাদের আন্দোলনে কখনই সমর্থন দেবে না।

Exit mobile version