Site icon Jamuna Television

মালয়েশিয়ায় ফের বাড়লো করোনায় মৃত্যু ও আক্রান্ত

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় ফের বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশটিতে
করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ১৪২ জন এবং মৃত্যুবরণ করেছেন আরও ১৫ জন। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৭৭ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কঠোর সতর্কতার মধ্যেও গত ২৪ ফেব্রুয়ারির পর এই প্রথমবারের মতো আক্রান্তের সংখ্যা ৩ হাজারের বেশি। এর মধ্যে সেলেঙ্গরে সর্বাধিক আক্রান্ত ১ হাজার ১৯ জন। এরপরে ক্যালানটান ৫২৩, কুয়ালালামপুর ৪৪০, সারাওয়াক ৪১৬, জোহর ১৯৪, কেদা ১২০, পেনাং ৯৮, সাবাহ ৮৭, পেরাক ৬৯, নেগেরি সেমবিলান ৬১, মেলাকা ৪২, তেরেংগানু ৪০, পাহাং ১৫, পুত্রজায়া ১৩, লাবুয়ান ৪ এবং পেরিলিস ১ জন। নতুন আক্রান্তের মধ্যে ২ হাজার ৯৫০ মালয়েশিয়ান এবং ১৭৯ জন বিদেশি রয়েছেন।

এদিকে, মালয়েশিয়ায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১ হাজার ৫৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ৩৯৭ জন।

ইউএইচ/

Exit mobile version