Site icon Jamuna Television

স্বপ্ন জয়ের পথে এক ধাপ এগিয়ে গেলো ম্যানসিটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে পিএসজিকে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেলো ম্যানচেস্টার সিটি। প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচে পিএসজির বিপক্ষে ২-১ গোলের জয় পায় ম্যানচেস্টার। প্রায় ৬৭ বছরের চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এখন পর্যন্ত ফাইনালে খেলতে পারেনি ইংলিশ জায়েন্টরা। এবার তাদের স্বপ্ন পূরণ হতেই পারে। তবে দ্বিতীয় লেগের রেজাল্টের উপর নির্ভর করছে তাদের ফাইনাল ভাগ্য।

রাতে, প্রতিপক্ষের মাঠে শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়তে হয়েছিলো হয় সিটিজেনদের। ১২ মিনিটে ডি মারিয়ার কর্নার কিক থেকে দুর্দান্ত হেড করে প্রতিপক্ষের জালে বল জড়ান মার্কিনিয়স। ১-০ গোলে পিছিয়ে পরে ম্যানসিটি। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোন দল।

দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৬৪ মিনিটে ডি বক্সের বাইরে ব্রুইনার স্কোরে সমতায় ফেরে সিটিজেনরা। ৭১ নিজেদের ভুলে আরও একটি গোল খেয়ে বসে পিএসজি। এবারের স্কোরার মহারেজ।

প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ২-১ গোলের জয়ে ফাইনালের পথে খানিকটা এগিয়ে গেলেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতেই পারে নেইমারের পিএসজি। তাই দ্বিতীয় লেগে আরও দুর্দান্ত ফুটবল খেলতে হবে সিটিজেনদের। আগামী ৫ মে ইতিহাদ স্টেডিয়ামে পিএসজির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

Exit mobile version