Site icon Jamuna Television

চলছে পশ্চিমবঙ্গ নির্বাচনের শেষ দফার ভোট

কঠোর করোনা সতর্কতায় পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের অষ্টম ও শেষ দফার ভোট। ২ মে হবে ফলাফল ঘোষণা।

কলকাতা-বীরভূম-মালদহ-মুর্শিদাবাদসহ ৩৫ আসনে চলছে শেষ দফার ভোটগ্রহণ। প্রত্যেকটিতে রয়েছে সেনাবাহিনীর কড়াকড়ি আর মহামারি মোকাবেলায় কঠোর বিধিমালা।

সারা দেশেই আগ্রাসন করোনাভাইরাসের। তাই ৭২ ঘণ্টা আগে প্রচারণা শেষ করাই শুধু নয়, মিছিল-পদযাত্রায়ও ছিলো নিষেধাজ্ঞা। এছাড়া প্রত্যেক বুথে স্যানিটাইজারের ব্যবহার ও মাস্ক-গ্লাভস বাধ্যতামূলক করেছে কমিশন। ভোটের লাইনে শারীরিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

বিশ্লেষণ অনুসারে, শেষ দফার ভোটের ওপর নির্বাচনের ফলাফল অনেকটা নির্ভর করছে। ২০১৬ সালেও ৩৫ আসন দু’ভাগ করে নিয়েছিলো তৃণমূল কংগ্রেস এবং বাম-কংগ্রেস জোট। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির অবস্থান পাল্টে দিয়েছে চিত্র।

Exit mobile version