Site icon Jamuna Television

পতেঙ্গায় তেলের ট্যাঙ্কারে আগুন, নিহত দুই

আজ সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় ইরাবতী নামের একটি জাহাজের অপরিশোধিত তেলের ট্যাঙ্কারের ইঞ্জিনরুমে আগুন লাগে। তবে কিভাবে আগুন লেগেছিলো তা এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজেরই দু’জন কর্মচারী মারা গেছেন, অগ্নিদগ্ধ হয়েছেন তিনজন। অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

Exit mobile version