Site icon Jamuna Television

‘সম্ভাবনাময় ভবিষ্যতের পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র’

মহামারির ভয়াবহতা সত্ত্বেও সম্ভাবনাময় ভবিষ্যতের পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। সরকারের ১০০ দিন পূরণ উপলক্ষে কংগ্রেসের যৌথ অধিবেশনে রাখা প্রথম ভাষণে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনা শিষ্টাচার মানতে পার্লামেন্টে নেয়া হয় সব ধরনের পদক্ষেপ। শারীরিক দূরত্ব নিশ্চিতে অর্ধেকের বেশি আসন ছিলো ফাঁকা। আইনপ্রণেতারা ভার্চুয়ালি যোগ দেন অধিবেশনে।

বাইডেন তার ভাষণে সরকারের ১০০ দিনের সাফল্যগাঁথা তুলে ধরেন। তিনি জানান, ১৩ লাখের বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে। চলতি বছর প্রথম প্রান্তিকে জিডিপি’র হার ৬ শতাংশের বেশি। শিগগিরই অস্ত্র আইন, পরিবার পরিকল্পনা এবং পুলিশি কাঠামোয় সংস্কার আনার ব্যাপারে প্রতিশ্রুতি দেন তিনি।

বাইডেন জানান, চীন ও রাশিয়ার সাথে অর্থনৈতিক-কূটনৈতিক সম্পর্ক কেমন হবে সেটি নির্ধারণে মনোযোগী হবে প্রশাসন। ১৯৬০ সালের পর যুক্তরাষ্ট্রের উন্নয়নে ৪ ট্রিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনাও ঘোষণা করেন তিনি।

Exit mobile version