রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোরে প্রকাশ সিং নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, আজ (২৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে চৈরখর গ্রামের কাঁচা রাস্তার উপরে প্রকাশের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশে খবর দিলে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশ বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি ফেরেনি।
পুলিশ বলছে, নিহতের সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। একাধিক জখম রয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চলমান।
ময়না তদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে পুলিশ।

