Site icon Jamuna Television

গেম অফ থ্রোনস এর নতুন সিরিজের চিত্রায়ন শুরু

ছবি: বিবিসি।

জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক গেম অফ থ্রোনস প্রিকোয়েল সিরিজ ‘হাউস অফ দ্য ড্রাগন’ কর্নওয়াল-এর চিত্রগ্রহণ শুরু হয়েছে। প্রযোজক এইচবিও নিজেরাই এই তথ্য নিশ্চিত করেছে।

এইচবিও জানায়, এই সপ্তাহে কাস্টিং সদস্যদের টুইটগুলি নিয়ে এ প্রযোজনা দাঁড় করিয়েছে তারা। এছাড়া নিউকয়ের নিকট হলিওয়েল উপত্যাকায় চলচ্চিত্রের ক্রু এবং পোশাক পরা অভিনেতাদেরও দেখা গেছে। শ্যুটিং সেটাপের সাথে অভিনেতা ম্যাট স্মিথ এবং এমা ডি’আর্সিকেও দেখা গেছে বলে একাধিক সূত্র জানায়।

নতুন সিরিজে গেম অফ থ্রোনসের ইভেন্টের ৩০০ বছর আগেকার তারগারিয়েন পরিবারের গল্পটি প্রকাশ পাবে। যেটা জর্জ আরআর মার্টিনের রচিত ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ এর ওপর ভিত্তি করে নির্মিত। সূত্র-বিবিসি।

Exit mobile version