Site icon Jamuna Television

বরগুনায় ছেলের হাতে পিতা খুন

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় জমিজমা বণ্টনে বিরোধের জের ধরে ছেলের শাবলের কোপে পিতা খুন হয়েছেন। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ। সদর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়িতেই ছিল পিতা আয়নাল মীর ও ছেলে জামাল মীর। এ সময় ছেলের শাবলের কোপে পিতা খুন হন। বাড়ির অন্যান্য সদস্যরা সবাই কৃষি জমিতে কাজ করছিলো।

আয়নালের বড় ছেলে কালাম মীর জানান, দীর্ঘদিন ধরে ভাইদের মধ্যে জমিজমা বণ্টনের ঝামেলা ছিল, তার জের ধরে ছোট ভাই জামাল এ ঘটনা ঘটায়। ঘটনার সময় আয়নাল মীরের ডাক চিৎকার শুনে কৃষিজমি থেকে সবাই বাড়িতে ছুটে গিয়ে দেখে আয়নাল মীর একটি পাশের ডোবায় রক্তাক্ত অবস্থায় পরে আছে। সেখান থেকে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর হাসপাতালের সামনে থেকে ঘাতক ছেলে জামাল মীরকে আটক করে বরগুনা সদর থানা পুলিশ। জমিজমা বণ্টনে বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেন জামাল।

ইউএইচ/

Exit mobile version