Site icon Jamuna Television

আবারও হারলো মুস্তাফিজের রাজস্থান রয়্যালস

আবারও হেরেছে মুস্তাফিজের রাজস্থান রয়্যালস। এবার তারা ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে।

রাজস্থানের করা ৪ উইকেটে ১৭১ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে ৯ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।

টস হেরে ব্যাট করতে নেমে জসওয়াল আর জস বাটলার ৬৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। বাটলার ৪১ আর জসওয়াল করেন ৩২ রান। মিডল অর্ডারে সানজু স্যামসনের ৪২ আর সিভম দুবের ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান করে তারা। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন আসরে রানের খরা ভোগা কুইন্টন ডি কক। তার অপরাজিত ৭০ রানে জয়ের লক্ষ্যে পৌঁছাতে কোনো সমস্যাই হয়নি মুম্বাইয়ের। মাঝে ক্রিস মরিস দুটি আর মুস্তাফিজ এক উইকেট নিলেও জয়ের জন্য তা পর্যাপ্ত ছিলো না।

৬ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে রাজস্থান আর সমান ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া মুম্বাই ধরে রেখেছে ৪র্থ স্থান।

সংক্ষিপ্ত স্কোর
টস : মুম্বাই ইন্ডিয়ান্স
রাজস্থান রয়্যালস : ১৭১/৪ (২০ ওভার)
সাঞ্জু ৪২, বাটলার ৪১
রাহুল ৩৩/২, বুমরাহ ১৫/১

মুম্বাই ইন্ডিয়ান্স : ১৭২/৩ (১৮.৩ ওভার)
ডি কক ৭০*, ক্রুনাল ৩৯
মরিস ৩৩/২, মুস্তাফিজ ৩৭/১
ফল : মুম্বাই ইন্ডিয়ান্স ৭ উইকেটে জয়ী।

ইউএইচ/

Exit mobile version