Site icon Jamuna Television

হজ গমনেচ্ছুদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের আহ্বান

চলছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা

পবিত্র হজ পালনে হজ গমনেচ্ছুদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে একটি অসাধু চক্রের অর্থ গ্রহণ সংক্রান্ত প্রতারণার ঘটনা ধর্ম মন্ত্রণালয়ের নজরে এসেছে। বিষয়টি অনভিপ্রেত এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য মারাত্মক হুমকিস্বরূপ বলে মনে করে মন্ত্রণালয়।

২০২১ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাকনিবন্ধিত ও নিবন্ধিত ব্যক্তিবর্গকে এই চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য মন্ত্রণালয় অনুরোধ করছে। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ২০২১ সালের হজের বিষয়ে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

Exit mobile version