Site icon Jamuna Television

ভারতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশে ফেরার নির্দেশ

ভারতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশে ফিরতে বলেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চতুর্থ মাত্রার ভ্রমণ সতর্কতায় এই তথ্য জানানো হয়।

বলা হয়, ভারতের পরিস্থিতি ভয়াবহ, তাই যত দ্রুত সম্ভব ভারত ছাড়া উচিত মার্কিনীদের। এছাড়া এই মুহূর্তে যারা ভারতে যেতে চাইছে তাদেরকেও নিরুৎসাহিত করছে যুক্তরাষ্ট্র।

ভারতীয় গণমাধ্যম বলছে, দুই দেশের মধ্যে দৈনিক সরাসরি ১৪টি ফ্লাইট চালু রয়েছে। এছাড়া ইউরোপ হয়ে আরও বেশ কয়েকটি ফ্লাইটে যাতায়াতের সুযোগ রয়েছে। যারা নানা কারণে যেতে পারবে না তাদেরকে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের মাধ্যমে সব ধরনের সহায়তা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ইউএইচ/

Exit mobile version