Site icon Jamuna Television

‘আমিই করোনাভাইরাস টিকার জনক’

কংগ্রেস ভাষণে কোভিড ১৯ এর টিকার দ্রুত আবিষ্কারসহ তার অর্জনের যথাযথ স্বীকৃতি না দেয়ায় উত্তরসূরি জো বাইডেনের সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজের উপস্থাপক মারিয়া ব্যারিট্রোমোর সাথে গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক সাক্ষাৎকারে
ডোনাল্ড ট্রাম্প বলেন, টিকা আমরাই তৈরি করেছি। টিকা দিয়ে বিশ্বের কোটি কোটি মানুষের বাঁচিয়েছি। আমি প্রেসিডেন্ট না হলে, পাঁচ বছর টিকা পেতেন না, তিন থেকে পাঁচ বছর কমপক্ষে। আমি এটি নয় মাসের করে দেখিয়েছি। এটা শুধু আমার জন্যই সম্ভব হয়েছে।

সাক্ষাৎকারের এক পর্যায়ে এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ‘আমিই টিকার জনক ‘ বলে যুক্তরাষ্ট্রে টিকা সহজলভ্য হওয়ার বিষয়ে নিজের মহিমা জাহির করে তিনি বলেন  মানুষের মাঝে টিকা গ্রহণের সচেতনতা বাড়াতে তাকে পাবলিক সার্ভিস এনাউন্সমেন্টে অংশগ্রহণের অনুরোধও জানানো হয়েছে।

তিনি বলেন, দেখুন আমি মনে করি নির্দিষ্ট করে বলতে গেলে আমিই করোনাভাইরাস টিকার জনক। কেননা আমিই এটির ব্যাপারে তৎপর ছিলাম। নয় মাসে এটি পাওয়া ছিলো অলৌকিক ঘটনা।  

Exit mobile version