Site icon Jamuna Television

‘রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় বিশ্ব সম্প্রদায়ের আগ্রহ কমছে’

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের খাদ্য সহায়তার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ কমছে ; এমন মন্তব্য করেছে বিশ্ব খাদ্য সংস্থা ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক ডেভিড বিসলে। সোমবার তার বরাত দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছে এ তথ্য।

রোমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে এ কথা বলেন ডব্লিউএফপি প্রধান। তিনি বলেন, দাতা সংস্থাগুলোর অনাগ্রহ সত্ত্বেও রোহিঙ্গাদের খাদ্য কর্মসূচি চালিয়ে নিতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ডব্লিউএফপি। তবে কতদিন এই প্রবাহ চালিয়ে নেয়া সম্ভব হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি সামনের দিনগুলোতে ভারিবর্ষণে রোহিঙ্গাদের অস্থায়ী শিবিরগুলোতে ভূমিধসের ব্যাপারেও সতর্ক করেন বিসলে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঝুঁকি এড়াতে এরই মধ্যে ভাষাণচরে সাময়িকভাবে সরিয়ে নেয়া হচ্ছে রোহিঙ্গাদের। গেলো ৬ মাসে রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় ৮ কোটি ডলার অনুদান দিয়েছে বিশ্বখাদ্য সংস্থা।

Exit mobile version