Site icon Jamuna Television

তরুণ ও স্বাস্থ্যবানদের স্ট্রোকের ঝুঁকি তৈরি করছে করোনাভাইরাস: গবেষণা

তরুণ ও স্বাস্থ্যবানদের স্ট্রোকের ঝুঁকি তৈরি করছে করোনাভাইরাস: গবেষণা

তরুণ ও স্বাস্থ্যবানদের স্ট্রোকের ঝুঁকি তৈরি করছে করোনাভাইরাস। সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

৩২ দেশের চিকিৎসকদের এক গবেষণা প্রকল্পের ফলাফলে দেখা যায়, স্বাভাবিক অবস্থায় স্ট্রোকের আশঙ্কা না থাকলেও করোনা আক্রান্ত হওয়ার পর স্ট্রোকের শিকার হন তারা। কোভিডের শিকার প্রতি চারজনের একজনের বয়স ৫৫ বছরের নিচে। গবেষণায় নমুনা হিসেবে যাদের ব্যবহার করা হয়েছে তাদের কেউই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত ছিলেন না। ধূমপানে আসক্তিও ছিল না তাদের।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, সাধারণ ভাইরাসের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যঝুঁকি তৈরি করে করোনাভাইরাস।

Exit mobile version