
প্রশান্ত মহাসাগরে অভিযান চালিয়ে সাবমেরিনসহ মাদক চোরাকারবারীদের আটক করেছে কলম্বিয়ার নৌ বাহিনী। নাটকীয় সে অভিযানের ভিডিও প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার।
ভিডিও ফুটেজে দেখা যায়, ডুবোজাহাজ নিয়ে পালানোর চেষ্টার সময় এটি ঘিরে ফেলে নৌবাহিনী। আটক করা হয় এতে উপস্থিত তিন সন্ত্রাসীকে। জলযান থেকে উদ্ধার করা হয় ৯২০ কেজি কোকেইন। মধ্য ও দক্ষিণ আমেরিকায় মাদক পাচারে নিয়মিত ব্যবহার করা হয় সাবমেরিন। মাদক পাচার সিন্ডিকেট দমনে যৌথ অভিযান চালাচ্ছে লাতিন আমেরিকা, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।
এর আগে স্পেনসহ আরও ৫ দেশে বড় আকারের অভিযানে আটক করা হয় আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের অর্ধশতাধিক সদস্যকে।
 
				
				
				
 
				
				
			


Leave a reply