Site icon Jamuna Television

সর্বাত্মক লকডাউনে শপিং মল-দোকানপাটে ব্যাপক জনসমাগম

সর্বাত্মক লকডাউনে শপিং মল-দোকানপাট ব্যাপক জনসমাগম

সর্বাত্মক লকডাউনের মেয়াদ বাড়লেও শপিং মল-দোকানপাটে আগের মতোই জনসমাগম। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

কাঁচা বাজারগুলোতে বরাবরের মতোই ক্রেতা-বিক্রেতার ভিড়। লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধির শর্ত নিয়েই শপিং মল-দোকানপাট খুলেছেন ব্যবসায়ীরা। ঈদের আগাম বাজার সারছেন সাধারণ মানুষ।

এদিকে মার্কেটগুলোর প্রবেশ মুখেও দেখা যায়নি জীবাণুনাশক কিংবা সুরক্ষা সামগ্রী। মাস্ক ছাড়াই বের হয়েছেন অনেকে। একই অবস্থা হাট আর কাঁচা বাজারে। জনসমাগম বাড়লেও প্রশাসনের ঢিলেঢালা ভাব সবখানে। কোথাও দেখা যায়নি সংক্রমণ আইন প্রয়োগের ঘটনা।

Exit mobile version