
গণপরিবহন চলাচলসহ তিন দফা দাবি বাস্তবায়নে ২ মে (রোববার) সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
শুক্রবার সকালে গণপরিবহন চালুর দাবিতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে করে পরিবহন শ্রমিক ফেডারেশন।
একই দাবিতে ৪ মে মঙ্গলবার সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। এসময় তারা বলেন ৫০ লক্ষ শ্রমিক কর্মহীন থাকায় জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে দুর্বিসহ জীবন যাপন করছেন বলে জানান তারা।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply