Site icon Jamuna Television

ভারতের অনেক রাজ্যেই করোনার টিকা নেই

ভারত সরকার করোনা টিকা কার্যক্রমের পরিধি বাড়ানোর ঘোষণা দিলেও টিকা নেই ভারতের অনেক রাজ্যে। নয়াদিল্লি, কেরালা ও ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রীরা নিজেরাই জানালেন, ভ্যাকসিনের মজুদ না থাকার তথ্য।

দেশটিতে দু’দিন পরই শুরু হওয়ার কথা ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিকের জন্য টিকা কর্মসূচি।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে.কে. শাইলাজা বলেন, আমরা ভ্যাকসিন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলাম। গণ প্রচারণাও শুরু করেছি। কয়েক হাজার স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তবে টিকাই নেই।

ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বন্যা গুপ্ত বলেন, ১৮ বছরের বেশি বয়সীদের টিকা দেয়ার নির্দেশ পেয়েছি। কিন্তু আমাদের টিকার মজুদই নেই। বরাদ্দকৃত অর্থ প্রস্তুত থাকলেও সরবরাহ না থাকায় কিনতে পারছি না।

ইউএইচ/

Exit mobile version