Site icon Jamuna Television

জেরুজালেম ইস্যুতে পুতিনের সমর্থন চাইলেন মাহমুদ আব্বাস

জেরুজালেম ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থন চাইলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেম ঘোষণায় সৃষ্ট সংকটে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে পুতিনের প্রতি আহ্বানও জানান তিনি।

মস্কো সফরের অংশ হিসেবে রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠকে এই আহ্বান জানান আব্বাস। এ সময় দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রতি জোর দেন তিনি। তিনি বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর থেকেই যুক্তরাষ্ট্রের সাথে ফিলিস্তিনের সব ধরণের যোগাযোগ বন্ধ রয়েছে। এই ঘোষণা ফিলিস্তিন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বড় ধাক্কা বলেও উল্লেখ করেন তিনি। সব ধরণের সংকটে মস্কোকে পাশে পেতে পুতিনের প্রতি আহ্বানও জানান আব্বাস। এরআগে মাত্র দুই সপ্তাহ আগে মস্কো সফর করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

Exit mobile version