Site icon Jamuna Television

প্রথম ওভারেই ৬ চারের রেকর্ড পৃথ্বীর

টি-টোয়েন্টির ইতিহাসে নতুন এক রেকর্ড গড়লেন পৃথ্বী শ। ইনিংস শুরুর ওভারে টানা ৬টি চার মারলেন দিল্লি ক্যাপিটালস ওপেনার। সেইসঙ্গে নিশ্চিত করেছেন দলের দাপুটে জয়।

এর আগে আইপিএলে ওভারে ছয়টি চার মারার কীর্তি ছিলো অজিঙ্কা রাহানের। কিন্তু সেটি ছিলো ইনিংসের ১৪তম ওভারে।

আহমেদাবাদের যে পিচে মাথা কুটে মরেছেন কোলকাতার ব্যাটসম্যানরা, সেখানে রীতিমতো ঝড় তুলেছেন পৃথ্বী শ। ইনিংসের প্রথম ওভারেই অসহায় বানিয়ে ছাড়লেন পেসার শিভাম মাভিকে। টানা ৬ বল করলেন সীমানা ছাড়া। যার শুরুটা বোলারের মাথার উপর দিয়ে। আর শেষটা এক্সট্রা কাভার দিয়ে।

পৃথ্বীর ৪১ বলে খেলা ৮২ রানের ঝড়ো ইনিংসেই কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে দিল্লি।

কলকাতার হয়ে তিনটি উইকেটই নেন প্যাট কামিন্স। এই জয়ের ফলে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুই উঠে গেছে দিল্লি। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচে কলকাতা। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই সুপার কিংস।

ইউএইচ/

Exit mobile version