Site icon Jamuna Television

রংপুরে ১১ দোকান পুড়ে ছাই

স্টাফ করেসপন্টেন্ড, রংপুর:

রংপুর মহানগরীর কেরানীহাটে আগুনে ভস্মীভূত হয়েছে ইলেক্ট্রনিক্স সামগ্রীসহ বিভিন্ন মালামালের ১১টি দোকান।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার ভোররাতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে বাজারের একটি বেকারির দোকান থেকে আগুন লেগে তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। ৩৩৩ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে কম্পিউটারের দোকান, সেলাই কারখানা, বেকারি, কাপড়ের দোকান ও গালামালসহ ছোট-বড় ১১টি দোকানের সব মালামাল ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ইউএইচ/

Exit mobile version