Site icon Jamuna Television

ছেলের শিলপাটার আঘাতে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর আত্রাইয়ে ছেলের শিলপাটার আঘাতে জাহিদা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে জাহিদ পলাতক রয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে আত্রাই উপজেলার দিঘা মৈত্রীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাহিদা বেগমের বয়স ৬০ বছর। তিনি হারান প্রামানিকের স্ত্রী।

স্থানীয়রা বলেন, বেলা ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে ছেলে জাহিদ ও জাহিদের স্ত্রী রহিমার সাথে বৃদ্ধ জাহিদার ঝগড়া বাধে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জাহিদ মায়ের মাথায় শিলপাটা (পাথরের তৈরি) দিয়ে আঘাত করলে আহত হোন জাহিদা। কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহত জায়েদা বেগমের বড় ভাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে ওসি নিশ্চিত করেছেন।

ইউএইচ/

Exit mobile version